স্বপ্নভূমি ডেস্ক : যশোরের চৌগাছায় এক তরুণীর ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে প্রেমিকসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। রোববার (১০ আগস্ট) উপজেলার হাজরাখানা গ্রামের ভুক্তভোগী ওই তরুণী মামলাটি দায়ের করেন।
মামলার আসামিরা হলেন—মাকাপুর গ্রামের খালিদ হাসান, তার বাবা সাহাজ্জেল হোসেন, মা শিউলি বেগম এবং ভাই তারেক হাসান রনি।
চৌগাছা উপজেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুবাইদা রওশন আরা মামলাটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে চৌগাছা থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
মামলার এজাহারে বাদী তরুণী উল্লেখ করেন, খালিদ হাসানের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল এবং দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ের কথাবার্তাও ঠিক হয়েছিল। এ সময়ে তারা বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে একসঙ্গে সময় কাটান এবং অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও ধারণ করেন খালিদ।
পরে খালিদের আরেক তরুণীর সঙ্গে প্রেম ও শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। গ্রামবাসীর হাতে ধরা পড়ার পর খালিদ তাকে বিয়ে করতে বাধ্য হন। এতে আগের প্রেমের সম্পর্ক ভেঙে যায়।
বাদীর অভিযোগ, ২০২৩ সালের ৫ জুন খালিদ তাকে ডেকে এনে অন্তরঙ্গ ছবি-ভিডিও দেখিয়ে এক লাখ টাকা দাবি করে। বাধ্য হয়ে তিনি টাকা পরিশোধ করেন। তারপরও খালিদ ছবি-ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিতে থাকে।
ঘটনার কথা বাদীর পরিবার খালিদের পরিবারকে জানালে তারা ব্যবস্থা না নিয়ে উল্টো বিষয়টি উপেক্ষা করে। এরপর ২০ জুলাই সন্ধ্যায় বাদী দেখতে পান, তার ব্যক্তিগত ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়েছে।
এই ঘটনার পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে তিনি আদালতের শরণাপন্ন হন।